পাকিস্তান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে।দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল
এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট ৮৩০৩ বিমানবন্দরের কাছে মডেল কলোনিতে বিধ্ব’স্ত হয়েছে। উড়োজাহাজটি আবাসিক এলাকায় ভে’ঙে পড়ায় সেখানকার অন্তত চারটি বাড়ি বিধ্ব’স্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
পিআইএর মুখপাত্র আবদুল সাত্তার জানান, উড়োজাহাজটি আট জন ক্রু ও ৯০ জন যাত্রী নিয়ে লাহোর থেকে করাচির উদ্দেশে রওনা হয়। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধারকারী দল। তাৎক্ষণিকভাবে হ’তাহ’তের তথ্য জানা যায়নি।
পাকিস্তানের স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রীর মুখপাত্র মীরান ইউসুফ জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য করাচির সব বড় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এর আগে, ২০১৬ সালের ৭ ডিসেম্বর পিআইএ’র ফ্লাইট পিকে-৬৬১ চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার সময় ৪৮ জন আরোহী নিয়ে একইভাবে বিধ্ব’স্ত হয়। ওই দুর্ঘটনায় ক্রু ও যাত্রীদের সবাই নিহত হয়েছিলেন।
PIA’s Lahore-Karachi flight PK-8303 crashed on a residential area near Karachi airport a short while ago. Fire fighters trying to control fire in an affected house👇🏼 🔥 ✈️ #planecrash #BREAKING pic.twitter.com/LEg1roPjol
— Danyal Gilani (@DanyalGilani) May 22, 2020