কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাস আ’তঙ্ক ছড়িয়েছে বিশ্বব্যাপী। ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত করতে টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে মারামারি, চুরি, ডাকাতির মতো ঘটনা ঘটেছে। টয়লেট পেপারের সংকট মেটাতে পত্রিকাতে আলাদা পাতা ছেপে হইচই ফেলেছে অস্ট্রেলিয়ার পত্রিকা।
করোনা আতঙ্কের মধ্যে নতুন একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, এক ব্যক্তি তার চারপাশে বড় রিং পরে রয়েছেন যাতে তার পাশে কেউ আসতে না পারে। তবে ওই ব্যক্তি করোনার ভয়েই এমন ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ছবিটি সম্প্রতি তোলা নাকি পুরনো তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই ছবিটি শেয়ার করছেন।
করোনা থেকে সুরক্ষিত থাকতে জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। করমর্দন এমনকি কোলাকুলি আলিঙ্গন করতেও নিরুৎসাহিত করা হচ্ছে।