ভারতে মুসলিমবিরোধী স’হিংসতা নতুন কিছু নয়। অনেকদিন ধরেই চলছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যাপক সং’ঘ’র্ষ হয়েছে।
এর ফলে ইতিমধ্যেই ৩৭ জনের মৃ’ত্’যুর খবর পাওয়া গিয়েছে। জ’খ’ম হয়েছেন আরও ২০০ জনের বেশি মানুষ।এমতাবস্তায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের সমালোচনা করে দ্রুত এই গ’ণহ’ত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন এরদোয়ান।
এ সময় তুর্কি এই প্রেসিডেন্ট মোদিকে বলেন, এ ধরনের মানুষ কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবে? এটা অসম্ভব।তিনি আরও বলেন, দিল্লিতে প্রাইভেট পড়তে যাওয়া শিশুরাও দা’ঙ্গা’বা’জ’দের কবল থেকে রক্ষা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন এরদোয়ান।